দুই ফরম্যাটেই নিউজিল্যান্ড সফরে অধিনায়ক শান্ত, সহ-অধিনায়ক মিরাজ
২১ দিন আগে শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
নিউজিল্যান্ড সফরের জন্য স্কোয়াড ঘোষণা করা হয়েছে। ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব দেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকে।
দুই ফরম্যাটেই তার সহকারী হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ।
ওয়ানডে স্কোয়াড :
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও রাকিবুল হাসান।
টি-টোয়েন্টি স্কোয়াড :
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ অধিনায়ক), শেখ মাহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম ও তানজিম হাসান সাকিব।