কুমিল্লায় বিপুল পরিমাণ অস্ত্রগুলিসহ ৪ মহিলা গ্রেফতার
৪ ঘন্টা আগে রবিবার, অক্টোবর ২৬, ২০২৫
নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার তিতাস থানা পুলিশ ৪ মহিলাকে গ্রেফতার করে রিভলভার ও পাইপগান সহ বিপুল পরিমাণ অস্ত্রগুলি উদ্ধার করেছে। কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খানের নির্দেশে শনিবার গভীর রাতে পুলিশ তিতাস থানার মজিদপুর ইউনিয়নের সাহাপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে।
পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, তিতাস থানা এলাকায় দুপক্ষের মারামারির ঘটনায় শনিবার গভীর রাতে পুলিশ সাহাপুর গ্রামে অভিযান পরিচালনা করে ১টি বিদেশী রিভলবার ও ৬ রাউন্ড গুলি, ১টি এলজি বন্দুক, ২টি পাইপ গান, ১০ টি সীসা কার্তুজ ৩টি ধারালো অস্ত্র উদ্ধার সহ ৪ মহিলাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে -সাহাপুর গ্রামের শান্তি বেগম (৬০),ফারজানা বেগম (২৯),জোবেদা বেগম (৩৩),আমিনা বেগম (৩৭)। এ সংক্রান্তে রোববার তিতাস থানায় অস্ত্র আইন সহ বিভিন্ন ধারায় দুটি মামলার অজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে চালান দেয়া হয়েছে।