কুমিল্লা নগরীতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান অ'স্ত্রসহ আটক ১০
৯ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
গত ২৪ জানুয়ারি ২০২৫ তারিখ দিবাগত রাত আনুমানিক ১২ টা থেকে ৮ টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা আদর্শ সদর আর্মি ক্যাম্প কর্তৃক অস্ত্র উদ্ধার ও কিশোর গ্যাং গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে মোট ১০ জনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেনঃ
১। মোঃ নাইমুল ইসলাম নাঈম (৩৬), এলাকা- ঝাউতলা।
২। আবির হামিদ মাহি (২১), এলাকা- কালিয়া জুড়ি।
৩। মোঃ সাজিদুল ইসলাম (২১), এলাকা- ছোটরা ঈদগা
৪। মোহাম্মদ আলী (২৪), এলাকা- ছোটরা
৫। মোঃ সাব্বির হোসেন (২১), এলাকা- ছোটরা।
৬। মোঃ জাবেদুর রহমান (২৯), এলাকা- ঝাউতলা ।
৭। অভিজিৎ রায় সরকার (৩০), এলাকা- ধর্ম সাগর।
৮। মোঃ আবুল খায়ের (৩৯), এলাকা- সাধুব পুর, বুড়িচং।
৯। মোঃ অপু-৪২, পিতাঃ মোঃ ইসমাইল হোসেন , এলাকা- ধর্ম সাগর।
১০। মোঃ রাকিব (২১), এলাকা- কালিয়া জুড়ি ।
যে সকল অস্ত্র উদ্ধার করা হয়েছেঃ
১। ৯ মিঃ মিঃ পিস্তল ১ টি, ২। পিস্তল বুলেট-১ রাউন্ড, ৩। রিভালবার ১ টি, ৪। শর্ট গান ৩ টি, ৫। ৫ ফুট রাম দা-১ টি, ৬। বিদেশি তলোয়ার-১টি, ৭। দেশিয় রামদা-১টি, ৮। দেশীয় চাকু-১টি, ৯। শর্ট গানের বুলেট ৯ রাউন্ড, ১০। রিভলবার বুলেট ৩ রাউন্ড।
আজ রোববার দুপুরে তাদের কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।