কুমিল্লা শিক্ষা দীক্ষা ও প্রবাসী আয়ে এগিয়ে, এ জেলার জন্য আমি কাজ করব - জেলা প্রশাসক

Bortoman Protidin

১ ঘন্টা আগে বুধবার, নভেম্বর ১৯, ২০২৫


#

নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা জেলার ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন নতুন জেলা প্রশাসক মু. রেজা হাসান।

আজ বুধবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় সঞ্চালনা করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মো: সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ( এডিএম) জাফর সাদিক চৌধুরী।

জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, কুমিল্লা শিক্ষা দীক্ষা ও প্রবাসী আয়ে এগিয়ে। এ জেলার জন্য আমি কাজ করব।

তিনি বলেন, নির্বাচন করব সুন্দরভাবে। আমি সবাইকে তথ্য দিয়ে সহায়তা করব। আগের ডিসির কাজ যেন চালিয়ে নিতে পারি। টাউন হল, বিয়াম স্কুল ও ডিসি পার্কের কাজ এগিয়ে নেব।

তিনি আরও বলেন, রাজশাহীতে সিটি করপোরেশন অনেক জায়গা অধিগ্রহণ করে শহর সম্প্রসারণ করেছে। রাস্তা বাড়িয়েছে। কুমিল্লা চাইলে সেটা করতে পারে।

তিনি বলেন, আমাকে সময় দিতে হবে। আপনাদের ( গণমাধ্যমকর্মী) সহযোগিতা চাই। কোথাও যেন ভুল বোঝাবুঝি না হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লার জ্যেষ্ঠ সাংবাদিক আবুল হাসানাত বাবুল, মীর শাহআলম, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, কুমিল্লা জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান ও আমার শহর সম্পাদক গাজীউল হক সোহাগ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied