কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রথমবারের মতো আগামী ১৩ জুলাই

Bortoman Protidin

৯ দিন আগে শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫


#

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। কৃষি গুচ্ছের আওতায় প্রথমবারের মতো আগামী ১৩ জুলাই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. একেএম জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

উপাচার্য বলেন, ‌‘এ বছর কৃষি গুচ্ছে লিডিং ইউনিভার্সিটি হিসেবে ভর্তি কার্যক্রম পরিচালনা করছে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটি। এর আওতায় দেশের ৯ বিশ্ববিদ্যালয় মিলে কৃষি গুচ্ছে চলতি শিক্ষাবর্ষে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়েও শিক্ষার্থী ভর্তি করা হবে। এ বছর এগ্রিকালচার ও ফিশারিজ অনুষদে ৪০ জন করে মোট ৮০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ চলবে ২২ এপ্রিল থেকে ৩০ মে পর্যন্ত। আগামী ১৩ জুলাই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। খুব শিগগিরই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

ভিসি প্রফেসর ড. একেএম জাকির হোসেন বলেন, ‘শিক্ষার্থী ভর্তির পর আমরা পাঠকার্যক্রম শুরু করবো। কুড়িগ্রাম শহরের টেক্সটাইল মিলস সংলগ্ন রেলক্রসিংয়ের কাছে বিশ্ববিদ্যালয়ের জন্য অস্থায়ী ভবন ভাড়া করা হয়েছে। সেখানেই একাডেমিক কার্যক্রম শুরু করা হবে।’

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হবে জানিয়ে ভিসি বলেন, ‘নদ-নদী ও চরাঞ্চল অধ্যুষিত কুড়িগ্রাম জেলায় ১৬টি প্রবাহমান নদী থাকলে সেগুলোতে মাছের অভাব রয়েছে। নদীগুলোকে ফিশারিজ হাব করা য়ায় কিনা সেটা আমরা কোর্স কনটেন্টে রেখেছি। কৃষির জন্য বিশ্ববিদ্যালয়ে চর কৃষি উন্নয়ন ইনস্টিটিউট করা হবে। চরে উৎপাদন উপযোগী নতুন নতুন ভ্যারাইটি, হাই ভ্যালু ক্রপ উদ্ভাবনে উদ্যোগ নেওয়া হবে। গবেষণা, উদ্ভাবনসহ বিশ্ববিদ্যালয়ের যা কাজ তার সবকিছুই বিশ্ববিদ্যালয়ে থাকছে।’

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

#

কামরাঙ্গীরচরের কোম্পানি ঘাটে ব্রীজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে- স্থানীয় সরকার উপদেষ্টা

#

ভবন নিরাপত্তায় কঠোর ব্যবস্থা, নতুন আইন অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ

#

দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত প্রয়োজনীয়- হাজী আমিন উর রশিদ ইয়াছিন

#

ভোটের মাঠে তিন স্তরে নিরাপত্তা , সেনাবাহিনী থাকবে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ

#

দ্বিতীয় ধাপে আরো ১৫৮ ইউএনওকে বদলি করে প্রজ্ঞাপন

#

গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই : আমান উল্লাহ আমান

#

কুমিল্লায় বিএনপি’র ৩১ দফা রাষ্ট্র সংস্কার ও হাজী ইয়াছিনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার লিফলেট বিতরণ ও মিছিল

#

ডিআইজি পদে পদোন্নতি পেলেন ৩৩ পুলিশ কর্মকর্তা

#

লটারিতে একযোগে ৬৪ জেলা পুলিশের এসপি বদলি

Link copied