ক্রেতা সেজে গ্রামে গিয়ে টিয়ার ছানা উদ্ধার বন বিভাগের

Bortoman Protidin

২৮ দিন আগে শনিবার, নভেম্বর ১৫, ২০২৫


#

টিয়ার ছানা বিক্রির জন্য সমাজমাধ্যমে ভিডিয়ো ‘পোস্ট’ করা হয়েছিল। বিষ্ণুপুর থেকে সেগুলি পাচার করা হয়েছে জানতে পেরে টনক নড়ে বাঁকুড়ার বিষ্ণুপুরের পাঞ্চেত বন বিভাগের। নির্দিষ্ট তালিকাভুক্ত ওই টিয়ার ছানা কে বা কারা বিক্রির চেষ্টা করছে, শুরু হয় খোঁজ-খবর। পরে, বিষ্ণুপুরের এক যুবকের সূত্রে জানা যায়, বিষ্ণুপুর থেকে পাচার হয়ে ওই পাখিগুলি গিয়েছে পশ্চিম মেদিনীপুরে। সেখানকার হুমগড় রেঞ্জের আমলাশুলি গ্রামের কয়েক জন পাখি কেনা-বেচায় যুক্ত। ক্রেতা সেজে ওই গ্রামে গিয়ে টিয়ার ছ’টি ছানা উদ্ধার করেন বনকর্মীরা। ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত সৌমেন দাস মহন্ত ও অনন্ত বিশুইকে শনিবার গড়বেতা আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ হয়। ধৃতদের বিরুদ্ধে বণ্যপ্রাণী আইনের ধারায় মামলা রুজু হয়েছে।

বন দফতরের হুমগড় রেঞ্জের রেঞ্জার বাবলু মান্ডি ফোনে স্থান, সময় সব ঠিক করে নেন। তার পরে শুক্রবার বিকেল সাড়ে ৫টার মধ্যে হুমগড় রেঞ্জের আমলাশুলির শীতলপুর ফুটবল মাঠে ওই বনকর্তা সাধারণ পোশাকে সঙ্গী কয়েক জনকে নিয়ে পৌঁছে যান। ক্রেতা আসবেন খবর পেয়ে আগে থেকে মাঠে ঘোরাঘুরি করছিল সৌমেন ও অনন্ত। ‘ক্রেতা’ সেজে যাওয়া বনকর্মীরা ৬টি টিয়াপাখির ছানা কেনার জন্য দরদাম শুরু করেন। ওই দু’জন ৮ হাজার টাকা দাম বললে বনকর্মীরা ৭ হাজার টাকা দেওয়ার কথা বলেন। শেষে ৮ হাজারেই রফা হয়। তাঁরা টিয়াপাখি আনতে বলেন। এক জন বনকর্মীদের সঙ্গেই থেকে যান। অন্য জন মাঠের বাইরে ঝোপঝাড় থেকে ৬টি টিয়ার ছানা নিয়ে আসে।

রেঞ্জার বাবলু বলেন, ‘‘তার পরেই সৌমেন ও অনন্ত নামে ওই দু’জনকে টিয়াপাখি-সহ হাতেনাতে আটক করি আমরা। সন্ধ্যায় ওদেরকে নিয়ে বাড়িতেও তল্লাশি করি।’’

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বন দফতর জানিয়েছে, টিয়াপাখি পাচারের এই চক্র বেশ কিছু দিন ধরেই চলছিল। মনে করা হচ্ছে ঝাড়খণ্ড থেকে টিয়াপাখি এনে এখানে চড়া দামে বিক্রি করা হত।

বিষ্ণুপুরের পাঞ্চেত বনবিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন, “সমাজমাধ্যমে পাখি বিক্রির খবর পেয়ে ক্রেতা সেজে আমাদের কর্মীরা যোগাযোগ করতে শুরু করেন বিক্রেতাদের সঙ্গে। সূত্র ধরে তাঁরা পৌঁছে যান পশ্চিম মেদিনীপুরের আমলাশুলি গ্রামে। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় হুমগড় রেঞ্জের কর্মীদের সঙ্গে যৌথ অপারেশন চালিয়ে পাখির বাচ্চাগুলি উদ্ধার করা হয়। দুই অভিযুক্তকে তুলে দেওয়া হয় পুলিশের হাতেতিনি আরও জানান, বিভিন্ন সময়ে নানা মেলায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত পাখি বিক্রি অনেকটা বন্ধ করা গিয়েছে। ধরপাকড় সত্ত্বেও তবে অনেক সময়ে চুপিসাড়ে পাখি পাচারের ঘটনা ঘটে। সাধারণ মানুষের কাছে আবেদন, এই ধরনের ঘটনা চোখে পড়লে বনকর্মীদের জানান। তাঁদের পরিচয় গোপন রাখা হবে।

বন দফতরের পদক্ষেপে খুশি বিষ্ণুপুরের পক্ষীপ্রেমীরা। তাঁদেরই এক জন দেবার্ণব সেন জানান, এ ভাবে পাখি উদ্ধারে অভিযান হলে অপরাধীরা ভয় পাবে। পাখি পাচারের প্রবণতাও কমবে।

তিনি আরও জানান, বিভিন্ন সময়ে নানা মেলায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত পাখি বিক্রি অনেকটা বন্ধ করা গিয়েছে। ধরপাকড় সত্ত্বেও তবে অনেক সময়ে চুপিসাড়ে পাখি পাচারের ঘটনা ঘটে। সাধারণ মানুষের কাছে আবেদন, এই ধরনের ঘটনা চোখে পড়লে বনকর্মীদের জানান। তাঁদের পরিচয় গোপন রাখা হবে।

বন দফতরের পদক্ষেপে খুশি বিষ্ণুপুরের পক্ষীপ্রেমীরা। তাঁদেরই এক জন দেবার্ণব সেন জানান, এ ভাবে পাখি উদ্ধারে অভিযান হলে অপরাধীরা ভয় পাবে। পাখি পাচারের প্রবণতাও কমবে।

সূত্র : আনন্দবাজার অনলাইন


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

এখন থেকে মসজিদের সভাপতি হবেন প্রশাসনের কর্মকর্তারা : ধর্ম উপদেষ্টা

#

চাঞ্চল্যকর “শিশু জয়ন্ত হত্যা” মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত প্রধান আসামী গ্রেফতার

#

বিভিন্ন অঞ্চলে টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে

#

পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

#

কুমিল্লার সিটির খালের পানিতেই প্রাণী ও মৎসকূল বিলীন, কৃষিজমি নষ্ট

#

ইভ্যালিতে ফের ৪৫ হাজার টাকা ছাড়ে মোটরসাইকেল

#

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগত মান বাড়ানোর জন্য কর্তৃপক্ষের প্রতি রাষ্ট্রপতির নির্দেশ

#

নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়সূচি রয়েছে: প্রধান উপদেষ্টা

#

রোটারি ইন্টারন্যাশনালের নতুন বছর উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

#

চাঁদপুরে নৌ থানা পুলিশের অভিযানে ১৫ বাল্কহেডসহ ২৩ শ্রমিক আটক

সর্বশেষ

#

তৃণমূলের দাবিতে মুখর কুমিল্লা বিএনপি, ইয়াছিনের পক্ষে নগরীর দলীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচি

#

কুমিল্লায় ডাকাতি প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতার

#

‘নিজের সঙ্গে যুদ্ধ করে আর পারলাম না’ চিরকুটে শিক্ষার্থীর শেষ কথা

#

রমজানকে ঘিরে ১০টি প্রয়োজনীয় পণ্যের আমদানিতে থাকছে বাড়তি সুবিধা

#

মেহেরপুরে পুলিশ সুপারের বাসভবনে অগ্নিকাণ্ড

#

সাবেক মন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৬

#

রেললাইনের স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা

#

কুমিল্লায় আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে মাঠে জুলাই ঐক্যমঞ্চের পাহারা

#

সিঙ্গাপুরে ‘ড্রাইভ সেইফলি, রেইস টু ভিক্টোরি সংগঠনের উদ্যোগে চালকদের নিয়ে সচেতনতামূলক প্রোগ্রাম অনুষ্ঠিত

#

অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৪ কর্মীসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

Link copied