ছোট ভাইয়ের ছুরিকাঘাতে মৃত্যু বড় ভাইয়ের
৪ দিন আগে শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
গত দুই বছর ধরে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্র ছুরির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে নেত্রকোনা জেলার সীমান্তবতী উপজেলা দুর্গাপুরের চণ্ডিগড় ইউনিয়নের মই গ্রামের। নিহত মো. নূরুল আমীন (৪৫) ওই গ্রামের মৃত আব্দুল গফুরের বড় ছেলে।
নিহতের ছেলে সোহেল মিয়া বলেন, 'গত দুই বছর ধরে জমি নিয়ে আমাদের সঙ্গে ঝামেলা চলে আসছিল চাচার। চেয়ারম্যানসহ অনেকে কয়েকবার দেন-দরবার করেছে কিন্তু তারা তা মানেননি। এখন আমরা জমি চাষ করতে আসছি। কিন্তু সকালে আমি জমির আইল বাঁধছিলাম। তখন আমার আব্বা দাঁড়িয়ে থাকা অবস্থায় চাচা মজিবুর ডেগার দিয়ে আব্বার বুকে আঘাত করে। সাথে আরও কয়েকজন ছিলো।'
দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব হত্যাকাণ্ডের কথা স্বীকার করে জানান, লাশের ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মামলা পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।