জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা মডার্ন হাই স্কুল

Bortoman Protidin

২৪ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫


#

মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক:

১০ম প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫-এর চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কুমিল্লা মডার্ন হাই স্কুল। বৃষ্টি-বিঘ্নিত ফাইনালে টস জিতে শিরোপা নিশ্চিত করে তারা।

বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ফাইনালে কুমিল্লা মডার্ন হাই স্কুলের প্রতিপক্ষ ছিল বগুড়া পুলিশ লাইন হাই স্কুল। তবে প্রবল বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ম অনুযায়ী, টস জয়ী দলকেই বিজয়ী ঘোষণা করা হয় — সে হিসেবে চ্যাম্পিয়নের মুকুট যায় কুমিল্লার ঘরে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, হাসিবুল হোসেন শান্ত, মেহরাব হোসেন অপি, দিপু রায় চৌধুরী, গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম কাওসার, গেম ডেভেলপমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ কামরুল হাসান এবং জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ।

এই আসরে কুমিল্লা মডার্ন হাই স্কুল দুর্দান্ত পারফর্ম করে জেলা পর্যায়ে ৪টি, বিভাগীয় রাউন্ডে ৩টি এবং ন্যাশনাল রাউন্ডে আরও ৩টি ম্যাচ জিতে ফাইনালে জায়গা করে নেয়। সেমিফাইনালে তারা পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়কে ১০২ রানে হারায়। ঐ ম্যাচে ব্যাট হাতে আফনান ইন্তেহাদ ১২০ বলে করেন দারুণ ১৪৪ রান। বল হাতে সেরা ছিলেন প্রান্ত দেবনাথ, যিনি ২৫ রান দিয়ে শিকার করেন ৫টি গুরুত্বপূর্ণ উইকেট।

আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কারও গেছে কুমিল্লা মডার্ন হাই স্কুলের আফনান ইন্তেহাদের হাতে।

চ্যাম্পিয়ন দলের কোচের দায়িত্ব পালন করেন আইয়ুব হোসেন ইমন এবং ম্যানেজারের দায়িত্বে ছিলেন মোঃ নেওয়াজ খান। দলের সার্বিক সাফল্যের পেছনে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা ক্রিকেট কোচ হাবীব মোহাম্মদ মোবাল্লেগ জেমসের অবদানও ছিল অনস্বীকার্য।

উল্লেখ্য, এর আগেও ২০১৯ সালে জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা হাই স্কুল। সেই ধারাবাহিকতায় আবারও দেশের সেরা হওয়ার কৃতিত্ব দেখাল কুমিল্লার স্কুল ক্রিকেট।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

‘মানব পাচারকারীদের ডেরায়’ বিজিবির অভিজান , ৬ জিম্মিকে জিবিত উদ্ধার

#

মা ইলিশ রক্ষায় অভিযান, ২১ জেলে আটক

#

দুই ভাইকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

#

কুমিল্লা নগরীর ফুটপাত দখলমুক্ত রাখতে পুলিশের অভিযান

#

ট্রাকচাপায় প্রাণ গেল কৃষকের

#

মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আসামির মৃত্যুদণ্ড

#

মাসুক আলতাফ চৌধুরীর জীবন দর্শন: দায়িত্ববোধ, পেশাদারিত্ব ও সমাজসেবার অনন্য দৃষ্টান্ত

#

হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

#

কুমিল্লায় ট্রাকচালক হত্যার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

#

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান -জেলা প্রশাসক আমিরুল কায়সার

Link copied