জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহত ৫

Bortoman Protidin

২ ঘন্টা আগে শুক্রবার, ডিসেম্বর ২৬, ২০২৫


#

জুমার নামাজ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই হোমস শহরের ওয়াদি আল-দাহাব এলাকায় অবস্থিত ইমাম আলী বিন আবি তালিব মসজিদকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়।রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেলে। বিস্ফোরণের পেছনের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।এ বিষয়ে স্থানীয় কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এটি আত্মঘাতী হামলা হতে পারে অথবা পূর্বে স্থাপন করা কোনো বিস্ফোরকের মাধ্যমেও ঘটানো হয়ে থাকতে পারে—দুটি সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে।আলেপ্পো থেকে আল জাজিরার প্রতিনিধি আইমান ওঘান্না জানান, হোমস শহরে আলাউইত, খ্রিস্টান ও সুন্নি মুসলমানসহ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষের বসবাস রয়েছে। তার মতে, আলাউই সম্প্রদায়ের একটি মসজিদে হামলার ঘটনা দেশজুড়ে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে পারে।এখন পর্যন্ত হামলার দায় কোনো পক্ষ স্বীকার করেনি। তবে সাম্প্রতিক সময়ে সিরিয়ায় আইএসআইএল (আইএস) গোষ্ঠীর সক্রিয়তা বৃদ্ধি পেয়েছে। আল জাজিরার তথ্য অনুযায়ী, সরকারি বাহিনী আলেপ্পোর কাছে পরিচালিত এক অভিযানে তিনজন সন্দেহভাজন আইএসআইএল সদস্যকে আটক করেছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied