জেলের জালে উঠলো ২৫ কেজি ওজনের ‘জাভা মাছ’

Bortoman Protidin

১৩ দিন আগে সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫


#

সুন্দরবনে এবার ২৫ কেজি ৩৬০ গ্রাম ওজনের ‘জাভা মাছ’ উঠলো জেলেদের জালে। যার দাম ৪ লাখ টাকা হাঁকা হচ্ছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলেরা মাছটি নিয়ে লোকালয়ে আসে।

জানা যায়, সুন্দরবনের মালঞ্চ নদীর ফিরিঙ্গি খা‌লে মাছ শিকারকালে শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে মাছটি ধরা পড়ে সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী গ্রামের শুকুর আলীর জালে। পরে মাছটি নিয়ে জেলে শুকুর আলী রোববার সন্ধ্যায় লোকালয়ে ফেরেন।

শুকুর আলী বলেন, ২৫ কেজি ৩৬০ গ্রাম মাছটির ওজন। এখন পর্যন্ত ব্যাপারীরা মাছ দাম বলেছেন ৩ লাখ ৭৫ হাজার টাকা। 

 জাভা মাছটি ৪ লাখ টাকা বিক্রি করবেন বলেও জানান তিনি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied