ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে

Bortoman Protidin

২ দিন আগে শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫


#

ঢাকা-নারায়ণগঞ্জ রুটের শিডিউলে রাতের শেষ ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ বিষয়টি নিশ্চিত করেছেন চাষাঢ়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার খাজা সুজন।

তিনি বলেন,, অনিবার্য কারণে গত কয়দিন ধরে রাত সাড়ে ১০টার নারায়ণগঞ্জ থেকে ঢাকা ও সাড়ে ৯টার ঢাকা থেকে নারায়ণগঞ্জ চলাচলকারী প্রতিদিনের শেষ ট্রেন শিডিউলটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে যে কোনো সময় এটি চালু করা হতে পারে।

তবে জানা গেছে, মূলত রাতের ট্রেনে বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা এড়াতেই এ সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied