ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার এবং ৫২ ভরি স্বর্ণ উদ্ধার

Bortoman Protidin

৭ দিন আগে শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫


#

ডাকাতি প্রস্তুতিকালে সদরঘাট এলাকা থেকে  ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার।

আজ নগরীর শ্চিম মাদারবাড়ি এলাকা থেকে ১টি দেশি অস্ত্র, ৪টি ছুরি, ২টি তালা কাটার যন্ত্র ২টি রেঞ্চসহ  তাদের গ্রেপ্তার করেছে সদরঘাট থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আরিফ হাসান মেহেদী নামে ডাকাত দলের এক সদস্য স্বীকার করেছে- কয়েকদিন আগে মেহেদীবাগস্থ আমিরবাগ আবাসিকের এক বাসা থেকে চুরি করা স্বর্ণ তার কাছে রয়েছে। পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে ডবলমুরিং থানাধীন বারেক বিল্ডিং এলাকার সানাই সিনেমা হলের খালি জায়গার ঝোপের ভিতরে মাটির নিচে লুকানো অবস্থায় ৫১ রি ১২ আনা ত্তি স্বর্ণ উদ্ধার করে পুলিশ।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied