বড় ভাইয়ের লাশ দেখে মারা গেলেন ছোট ভাই
৬ দিন আগে শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের
বিরামপুর উপজেলায় মৃত বড়ভাই দছির উদ্দিনকে (৬৫) দেখতে গিয়ে ছোট ভাই হবিবর রহমানের
(৫৮) মৃত্যুর ঘটনা ঘটছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের
চেয়ারম্যান আঃ রাজ্জাক মন্ডল।
বুধবার
(১৭ জানুয়ারি) সন্ধ্যায় অসুস্থতা জনিত কারণে বিরামপুর উপজেলার ৬ নং জোতবানী ইউনিয়নের
৫ নং ওয়ার্ডের মির্জাপুর খয়েরবাড়ী গ্রামের মৃত নছির উদ্দিনের বড় ছেলে দছির উদ্দিনের
মৃত্যু হয়। মৃত্যুর সংবাদ পেয়ে পাশেই বসবাসরত তার ছোট ভাই হবিবর রহমান তাকে দেখতে
যান। দেখাশেষে আজানের সময় নামাজের জন্য মসজিদের উদ্দেশ্যে যাওয়ার পথে স্ট্রোক করেন।
তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সে মৃত্যুবরন করেন। একই দিনে
একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বৃহস্পতিবার
(১৮ জানুয়ারি) বিরামপুর উপজেলার ৬ নং জোতবানী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মির্জাপুর
খয়েরবাড়ী গ্রামে জহরের নামাজের পর পারিবারিক কবরস্থানে পাশাপাশি দুটি কবরে তাদের
দাফন করা হয়।