বিআরটিএ কুমিল্লা সার্কেলের মোবাইল কোর্ট পরিচালনা: ১৪টি মামলা, ৬২ হাজার টাকা জরিমানা

Bortoman Protidin

১৭ দিন আগে শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫


#

কুমিল্লা, ২০ জুলাই ২০২৫:

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চেয়ারম্যানের নির্দেশনা এবং বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মহোদয়ের মনিটরিংয়ের আওতায় কুমিল্লা সার্কেলে এক বিশেষ মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালত কার্যক্রমে অংশগ্রহণ করেন বিআরটিএ, সেনাবাহিনী, জেলা পুলিশ, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।


উক্ত অভিযানে:

মোট মোবাইল কোর্ট পরিচালনা করা হয়: ১টি

১৪টি মামলা দায়ের করা হয়:

আদায়কৃত জরিমানার পরিমাণ: ৬২ হাজার টাকা

কোনো কারাদণ্ড প্রদান করা হয়নি

অভিযানে ইকোনমিক লাইফ অতিক্রান্ত কোনো গাড়ি পাওয়া যায়নি। তবে কিছু ফিটনেসবিহীন গাড়িকে অর্থদণ্ড প্রদানসহ মালিকদের সচেতন করা হয়।

বিআরটিএ কুমিল্লা সার্কেলের পক্ষ থেকে জানানো হয়, জনসাধারণের নিরাপদ যাত্রা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied