বিটিএসের টানে ঘরছাড়া তিন কিশোরী উদ্ধার
১৫ দিন আগে শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
দক্ষিণ কোরিয়ার গানের ব্যান্ড দল বিটিএস এর টানে ঘর ছাড়া রাজধানীর মেরাদিয়ার ৩ কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। খিলগাঁও থানার ওসি সালাউদ্দিন বলেন, অভিযোগের পর সাইবার নজরদারি ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত (৮ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরের টঙ্গী এলাকার একটি বাসা হতে তাদের উদ্ধার করা হয়। ওসি জানান, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। ভুক্তভোগী তিন কিশোরীকে উদ্ধার করা হয়েছে। তারা নিজেরাই ঘর ছেড়েছিল।
পুলিশ জানায়, বাসা থেকে পালানোর ৩ দিন আগে কিশোরীরা সিদ্ধান্ত নেয়, নিজেরা বাসাভাড়া নিয়ে গার্মেন্টসে চাকরি করে টাকা জমাবে এবং সেই টাকা দিয়ে কোরিয়া গিয়ে বিটিএস সদস্যদের বিয়ে করবে। তাদের কাছে থেকে বিটিএসসদৃশ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়েছে।
তিন কিশোরীর মধ্যে একজন,রাজধানীর খিলগাঁও মেরাদিয়া এলাকার স্থানীয় এক স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ১৩ বছর বয়সী কিশোরী রিজুয়না রিজু,একটি চিঠি লিখে যায়। চিঠিতে সে জানায়, আমারে মা মাফ করে দিও। আমি বিটিএসের কাছে যাই। আমি কোরিয়া যামু; আর আমি গেলে তোমাদের তো খুব ভালো হবে তাই না। এখন থেকে অনেক দূরে যামু। আর আমারে খোঁজার চেষ্টা করো না। আমি বিটিএসএর সদস্য জাংকুকে বিয়ে করব।
শুধু রিজুই নয়, একইদিনে বাসা ছাড়ে তার দুই বান্ধবী রুবিনা আক্তার মিম ও জান্নাতুল আক্তার বর্ষা। তারা তিনজনই ১০ দিন ধরে নিখোঁজ ছিলেন।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেছেন,টঙ্গী এলাকায় বাসা ভাড়া করে একসঙ্গে ছিলেন তিন কিশোরী। তাদের উদ্ধার করে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা থানার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এ বিষয়ে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিস্তারিত জানানো হবে।
গত ২৯ জানুয়ারি নিখোঁজ হন ওই তিন বান্ধবী। প্রত্যেকের বয়স ১৩ থেকে ১৪ বছরের মধ্যে। বেশিরভাগ সময়ই তারা ইউটিউবে বিটিএস এর বিভিন্ন ভিডিও দেখতেন বলে জানা গেছে। এরই মধ্যে থানায় সাধারণ ডায়েরি করে কিশোরীদের পরিবার।