ব্যবসায়ীর টাকা পরিশোধ করতে না পেরে শিক্ষক রবীন্দ্র দেবনাথ আত্মহত্যা
২১ দিন আগে রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
ঠাকুরগাঁওয়ে সুদখোর ও দাদন ব্যবসায়ীর টাকা পরিশোধ করতে না পেরে শিক্ষক
রবীন্দ্র দেবনাথ আত্মহত্যা
গত বুধবার (২৮ ফেব্রুয়ারি) বাঁশঝাড় থেকে চরণখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান
শিক্ষক রবীন্দ্র দেবনাথ (৫৫) এর মরদেহ উদ্ধান করেন ভুল্লী থানা পুলিশ। ঋণের চাপ সইতে
না পেরে তিনি ‘আত্মহত্যা’ করেছেন বলছে পুলিশ। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের
কেশুরবাড়ী তাঁতিপাড়া এলাকা বাসিন্দা।
স্কুলশিক্ষক রবীন্দ্র দেবনাথের ছোট ভাই কৃষ্ণ চন্দ্র দেবনাথ সেদিন সাংবাদিকদের
বলেছিলেন দাদা বিকালে স্থানীয় একটি বাজারে যান। রাত ১০টার দিকে বাড়ির পাশে একটি বাঁশঝাড়ে
দাদাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। দাদা বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়েছিলেন।
সেগুলো পরিশোধে ব্যর্থ হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, সে কারণে হয়ত আত্মহত্যা
করেছেন। তার মৃত্যু পরিবারের কোনো অভিযোগ নেই বলে তিনি জানান। তবে কত টাকা ঋণ তা নিশ্চিত
করে বলতে পারেননি নিহতের ছোট ভাই।
বিষয়টি ভুল্লী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন
বলেন,শিক্ষক রবীন্দ্র দেবনাথের পরিবার থেকে জানানো হয় তিনি ঋণগ্রস্ত ছিলেন।ঋণের চাপ
সইতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।অভিযোগ না থাকায় স্কুল শিক্ষক রবীন্দ্র
দেবনাথের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছেবলে জানান