ভারতসহ ৩০টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে জামায়াতের পলিসি সামিটের সূচনা
১ ঘন্টা আগে মঙ্গলবার, জানুয়ারী ২০, ২০২৬
পলিসি সামিট ২০২৬’-এ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তানসহ বিশ্বের প্রায় ত্রিশটি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনটি মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ঢাকার একটি অভিজাত হোটেলে আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
আয়োজক সূত্র জানায়, সকাল থেকেই বিভিন্ন দেশের কূটনৈতিক ও রাজনৈতিক প্রতিনিধিরা সামিটে যোগ দিতে শুরু করেন। ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, ভারত, পাকিস্তান, ইরান, মালয়েশিয়া, তুরস্ক, মালদ্বীপ, ব্রুনাই ও শ্রীলঙ্কাসহ প্রায় ৩০টি দেশের প্রতিনিধিদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সম্মেলনের সূচনা পর্বে মূল বক্তব্য উপস্থাপন করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের সামনে সবচেয়ে বড় প্রশ্ন এখন শুধু টিকে থাকা নয়, বরং একটি স্থিতিশীল ও কার্যকর রাষ্ট্রব্যবস্থা নিশ্চিত করা। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি একটি নতুন, সম্ভাবনাময় ও সমৃদ্ধ বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোর রূপরেখা তুলে ধরেন।
ডা. শফিকুর রহমান তার বক্তব্যে উল্লেখ করেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস মূলত একটি দীর্ঘমেয়াদি ও এখনও অসম্পূর্ণ সংগ্রামের ধারাবাহিকতা। রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাই ছিল ১৯৪৭ সালের উপনিবেশ-উত্তর সময় এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মূল প্রেরণা। তবে স্বাধীনতার অর্ধশতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেলেও সেই লক্ষ্যসমূহ পুরোপুরি অর্জিত হয়নি বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, গত প্রায় ১৭ বছরে দুর্বল শাসনব্যবস্থা ও কর্তৃত্ববাদী প্রবণতার ফলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, জবাবদিহিতা কমেছে এবং সাধারণ মানুষের মতপ্রকাশের সুযোগ সংকুচিত হয়েছে। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই মাসে জনগণ, বিশেষ করে তরুণ সমাজ, নিজেদের অধিকার ও ভবিষ্যৎ পুনরুদ্ধারের দাবিতে আবারও সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে।