শিক্ষক হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
৪ দিন আগে রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
টাঙ্গাইলের ভূঞাপুরে পলশিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক আব্দুল হক মাস্টারকে পরিকল্পিত ও নৃশংসভাবে হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু-গোবিন্দাসী আঞ্চলিক সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন উপজেলার নিকরাইল ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধনে লিটল স্টার কিন্ডারগার্টেনের পরিচালক ইলিয়াস আকন্দের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রশিদ খন্দকার, খাশবিয়ারা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো: নূরনবী, আওয়ামীলীগ নেতা আবুল কালাম প্রামানিক, ইউপি সদস্য নাজির হোসেন, সাবেক ইউপি সদস্য রুহুল আমিন প্রামানিক, মহিলা সংরক্ষিত সদস্য বিনা খন্দকার, আওয়ামিলীগ নেত্রী রেহেনা পারভীন ও রাশেদুল শেখ সহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মাদরাসা শিক্ষার আব্দুল হক অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তাকে বাড়িতে ডেকে নিয়ে পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে পরিকল্পিত ও নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত ফাঁসি দাবি জানান বক্তারা। এসময় বক্তারা আরও বলেন, হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর হয়, যাতে ভবিষ্যতে কেউ আর এ ধরনের অপরাধ করতে সাহস না পায়।
এরপূর্বে গত ১৫ ফেব্রুয়ারি উপজেলার সারপলশিয়া গ্রামে শিক্ষক আব্দুল হক মাস্টার নিখোঁজ হন। মূলত, ওই সময় আসামি জাহানারা ওরফে জয়নব বেগম ও তার স্বামীসহ কয়েকজন মিলে শিক্ষক আব্দুল হককে হত্যা করে ঘরের সামনে বালুচাপা দিয়ে রাখে।
এরপর ১৬ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেলে জাহানারার বাড়ি থেকে ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই রাতে শিক্ষককের স্ত্রী আয়েশা খাতুন বাদী হয়ে ভূঞাপুর থানায় একটি মামলা করেন। এ হত্যাকাণ্ডের আসামিরা হলেন - জাহানারা ওরফে জয়নব বেগম, তার স্বামী আব্দুল বারেক, প্রতিবেশী ছবুর, জাকির ও ইমাম হাসান ।