সত্যিই কী তাহলে শাকিবের নায়িকা হচ্ছেন হানিয়া আমির
২০ ঘন্টা আগে শুক্রবার, জানুয়ারী ৯, ২০২৬
চলতি বছরেই নতুন একটি রোমান্টিক-অ্যাকশন ঘরানার সিনেমার শুটিংয়ে নামতে যাচ্ছেন শাকিব খান। ছবিটিতে পাকিস্তানের কোনো জনপ্রিয় নায়িকাকে দেখা যেতে পারে বলে জানা গেছে। নায়কের ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।সূত্র অনুযায়ী, সিনেমাটির কাজ ও মুক্তি—দুটোই চলতি বছরের মধ্যেই করার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে সম্ভাব্য কয়েকজন পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের মধ্যে আলোচিত নাম পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির।জানা গেছে, গত বছর হানিয়া আমির বাংলাদেশে আসার সময় শাকিব খানের বিপরীতে একটি সিনেমায় কাজের প্রস্তাব দেওয়া হয়েছিল। তখন প্রাথমিকভাবে হানিয়ার পক্ষ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া যায়। যদিও আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি, তবু শাকিব-হানিয়া জুটিতে সিনেমা করার বিষয়টি তখন অনেকটাই এগিয়ে ছিল।বিশ্বস্ত সূত্র আরও জানায়, হানিয়া আমির শিগগিরই তার দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করতে যাচ্ছেন। জমকালো আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর সময়সূচি মিললে শাকিব খানের সঙ্গে সিনেমাটিতে কাজ করার সম্ভাবনা রয়েছে। এ কারণেই ছবিটি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি নির্মাতা বা শাকিব খানের টিম।সূত্রের ভাষ্য অনুযায়ী, শাকিব খানের বিপরীতে হানিয়া আমির হোক কিংবা পাকিস্তানের অন্য কোনো পরিচিত মুখ—নায়িকা যে পাকিস্তানি হবেন, সেটি প্রায় নিশ্চিত। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে দর্শকদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।এদিকে শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’-এর শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে। এই ছবিতে তার সঙ্গে অভিনয় করছেন জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ, সাবিলা নূরসহ আরও অনেকে। পাশাপাশি শাকিব অভিনীত আরেকটি সিনেমা ‘সোলজার’ মুক্তির অপেক্ষায় রয়েছে।