সাংবাদিক এর বাসায় হামলাকারী কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১২
১৫ দিন আগে রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
সাংবাদিক মোহাম্মদ আব্দুল হামিদের বাসায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ সদস্যরা।
সিরাজগঞ্জ শহরের সয়া ধানগড়া মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন - ওই মহল্লার মৃত আনছার আলীর পুত্র কামাল হোসেন (৩৫) ও লুৎফর রহমান লুতুর ছেলে ইমরান হোসেন (২২)।
শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১২ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি।
সিরাজগঞ্জে ঈদগাহ মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, গ্রেপ্তার কামাল হোসেনের নেতৃত্বে সয়াধানগড়া মহল্লায় চাঁদাবাজি ও হয়রানিসহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে কিশোর গ্যাং। এলাকায় কেউ নতুন বাড়িঘর কেউ নির্মাণ করলে তাদের কাছ থেকে চাঁদাবাজি করে এই কিশোর গ্যাং।