সাগরে নিখোঁজ ১৩ জেলেকে উদ্ধারের দাবিতে স্বজনদের সড়ক অবরোধ
১ ঘন্টা আগে মঙ্গলবার, নভেম্বর ২৫, ২০২৫
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ভোলার লালমোহন উপজেলার ১৩ জন জেলে নিখোঁজ হওয়ার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও তাদের সন্ধান মেলেনি। দীর্ঘ সময় কোনো খবর না পাওয়ায় হতাশা ও ক্ষোভে ফেটে পড়ে নিখোঁজদের পরিবার। এর জের ধরে আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তারা লালমোহনের ধলীগৌরনগর ইউনিয়নের দালাল বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন।
প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অবরোধে ওই অঞ্চলের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে উপজেলা প্রশাসন, নৌবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে এবং দ্রুত উদ্ধার অভিযান জোরদারের আশ্বাস দিলে স্বজনরা অবরোধ তুলে নেন।
পরিবারগুলোর অভিযোগ—১০ নভেম্বর ফারুক মাঝির নেতৃত্বে ১৩ জেলে পাঁচ দিনের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে একটি মাছ ধরার নৌকায় সাগরে পাড়ি জমান। পরদিন ১১ নভেম্বর পর্যন্ত তাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ ছিল। এর পর থেকে তাদের নৌকার অবস্থান আর শনাক্ত করা যায়নি। প্রশাসনকে জানালেও তৎপরতা যথাযথ নয় বলে ক্ষোভ প্রকাশ করেন স্বজনরা।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান, নিখোঁজদের খোঁজে কোস্ট গার্ড ইতোমধ্যে অনুসন্ধান অভিযান শুরু করেছে। তিনি পরিবারগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেন।
এদিকে স্থানীয়দের মতে, শীত মৌসুমের শুরুতে সমুদ্রের আবহাওয়া পরিবর্তনশীল হওয়ায় মাছ ধরতে যাওয়া জেলেদের ঝুঁকি কিছুটা বাড়ে। নিখোঁজদের জীবিত অবস্থায় দ্রুত উদ্ধার না হলে পরিবারগুলো চরম অনিশ্চয়তার মধ্যে পড়বে বলে আশঙ্কা করছেন তারা।