সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান
১৭ দিন আগে শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

কুমিল্লায় সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার সকালে কোটবাড়ী সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, ড. মো. তারিকুল ইসলাম চৌধুরী। সিসিএন-ইউএসটি এর উপাচার্য অধ্যাপক ড. মো: আলাউদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিসিএন-ইউএসটি এর অ্যাকাডেমিক অ্যাডভাইজর অধ্যাপক মো. জামাল, সিসিএন-ইউএসটি এর ট্রেজারার অধ্যাপক ড. প্রকৌশলী মো. শাহ জাহান, সিসিএন-ইউএসটি এর লিবারেল আর্টস অনুষদের ডিন ড. আলী হোসেন চৌধুরী, সিসিএন-ইউএসটি এর রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: মিজানুর রহমান।
