সেনাবাহিনীর যৌথ অভিযানে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে অস্ত্র ও মাদক উদ্ধার
১ ঘন্টা আগে বুধবার, ডিসেম্বর ৩১, ২০২৫
গত ৩০ ডিসেম্বর ভোররাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অভিযান দল ঢাকার মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে মো. আসলাম (৩৮), মো. নাদিম (৩০), মো. ইমতিয়াজ (৩৬), মো. সুমন (৩৫) এবং মো. পলাশ (৪৮) নামের পাঁচজন ব্যক্তিকে ০১টি বিদেশি পিস্তল, ০১টি ম্যাগাজিন, ০৩ রাউন্ড তাজা গুলি, পেট্রোল বোমা এবং মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করে।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধমূলক কর্মকাণ্ডের যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা যে কোন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট প্রদান করুন।