৫০০ কেজি ওজনের শাপলা পাতা মাছ বিক্রি হলো ১ লাখ ৩১ হাজারে
১ ঘন্টা আগে শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫
হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের দানার দোল ঘাটের কাছে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে একটি বড় শাপলা পাতা মাছ নিলামে তোলা হয়।স্থানীয়দের মতে, কামাল মাঝি ও তার দল নিঝুমদ্বীপের দক্ষিণ অংশে গভীর সমুদ্রে মাছ ধরতে গেলে ভোরে জাল টেনে তুলতে অস্বাভাবিক ভার অনুভব করেন। পরে তাদের ট্রলারের ১৫ জন জেলে এবং পাশের আরেকটি ট্রলারের জেলেদের সহায়তায় বড় আকারের ওই মাছটি তোলা সম্ভব হয়। বিকেলে দানার দোল ঘাটে নিলামে মাছটি স্থানীয় ব্যবসায়ী খবির উদ্দিন ক্রয় করেন।জেলে কামাল মাঝি বলেন, দীর্ঘদিন লোকসানের মধ্যে থাকতে হয়েছে। এত বড় মাছ পাওয়ায় তিনি কৃতজ্ঞ হলেও উপযুক্ত ক্রেতা না থাকায় কম দামে বিক্রি করতে হয়েছে।
এদিকে হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফয়েজুর রহমান জানান, এই ধরনের শাপলা পাতা মাছ আইন অনুযায়ী সংরক্ষিত প্রজাতির তালিকায় রয়েছে। এটি ধরা, বিক্রি বা ভক্ষণ—সবই নিষিদ্ধ, কারণ প্রজাতিটি বিপন্ন এবং সামুদ্রিক পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।