চাঁদপুরের শাহরাস্তি প্রেসক্লাবের দলিল হস্তান্তর ও দাতা সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে

Bortoman Protidin

২৯ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫


#

চাঁদপুরের শাহরাস্তি প্রেসক্লাবের সম্পত্তির দলিল হস্তান্তর ও দাতা সদস্যের সম্মাননা অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মার্চ) বিকেলে  প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান প্রস্তুতি কমিটির আহবায়ক ফয়েজ আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ কামরুজ্জামান সেন্টুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, সিনিয়র সহ-সভাপতি সজল পাল, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, অর্থ সম্পাদক মোঃ জামাল হোসেন, দফতর সম্পাদক মোঃ মহিউদ্দিন, সদস্য হাসানুজ্জামান, রফিকুল ইসলাম পাটোয়ারী, জসিম উদ্দিন, রাফিউ হাসান হামজা, মোঃ শাহ আলম, আবু মুসা আল শিহাব, আহসান হাবীব প্রমুখ। সভায় আগামী ২৬ মার্চ বিকেল ৩ টায় প্রেসক্লাবের ক্রয়কৃত সম্পত্তির দলিল হস্তান্তর ও দাতা সদস্যের সম্মাননা অনুষ্ঠান বাস্তবায়নে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অনুষ্ঠানে প্রেসক্লাবের আজীবন সদস্য, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম ,বীর উত্তম, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

Link copied