টিসিবির ৮০ বস্তা চাল-ডাল জব্দ, আটক ৩
৯ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
শনিবার (২৫ জানুয়ারি) রাতে গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান পরিচালনা চালিয়ে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকা থেকে টিসিবি’র ৮০ বস্তা চাল-ডালসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো: পৌর এলাকার চরবউলা এলাকার রমজান আলী (৫২), তেঘরিয়া উত্তরপাড়া এলাকার জেসমিন (৪০) ও একই এলাকার ফারজানা (২০)।
মাদারগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান জানান, শনিবার সন্ধ্যায় টিসিবির চাল-ডাল পাচারের জন্য একটি ঘরের মধ্যে সরকারি বস্তা পরিবর্তন করে অন্য বস্তায় ভরা হচ্ছে, এমন সংবাদ পাওয়া যায়। এর ভিত্তিতে তেঘরিয়া এলাকায় মৃত বাবর আলীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ ৮০ বস্তা চাল-ডালসহ ৩ জনকে আটক করে।