পেঁয়াজের লাগামহীন দাম, বাজার স্থিতিশীল রাখতে আমদানির সুপারিশ ট্যারিফ কমিশনের
২ ঘন্টা আগে শনিবার, নভেম্বর ৮, ২০২৫
প্রতি বছরের মতো এবারও পেঁয়াজের বাজারে আগুন। নভেম্বরের শুরুতে রাজধানীর বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। ফলে বাজারের স্থিতিশীলতা ফেরাতে পেঁয়াজ আমদানির সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)।
ট্যারিফ কমিশনের পর্যবেক্ষণে দেখা গেছে, এক কেজি পেঁয়াজের দাম ১১০ টাকা ছাড়ানোয় দ্রুত আমদানির অনুমতি দিলে দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব। এ বিষয়ে গত বৃহস্পতিবার বাণিজ্য সচিব ও কৃষি সচিবের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।
বাজার বিশ্লেষণে কমিশন জানায়, পেঁয়াজের উচ্চমূল্যের সুবিধা কৃষক নয়, বরং মধ্যস্বত্বভোগীরা ভোগ করছে। তাদের প্রভাব কমাতে আমদানির সুযোগ দিলে ভোক্তারা ন্যায্য দামে পেঁয়াজ কিনতে পারবেন।
প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের পেঁয়াজ আমদানির ৯৯ শতাংশ আসে ভারত থেকে। এছাড়া তুরস্ক, মিয়ানমার, পাকিস্তান, চীন ও মিসর থেকেও কিছু পরিমাণ পেঁয়াজ আসে। গত অর্থবছরে দেশে মোট ৪ লাখ ৮৩ হাজার টন পেঁয়াজ আমদানি হয়েছে, যেখানে স্থানীয় উৎপাদন ছিল প্রায় ৪৪ লাখ ৪৮ হাজার টন।
তবে সংরক্ষণের সমস্যা ও পচনজনিত কারণে উৎপাদিত পেঁয়াজের বড় একটি অংশ নষ্ট হয়ে যায়। ফলে বাজারে সরবরাহ কমে গিয়ে দাম বেড়ে যায় বলে জানিয়েছে ট্যারিফ কমিশন।
বর্তমানে পেঁয়াজ আমদানির ওপর ১০ শতাংশ শুল্ক প্রযোজ্য রয়েছে। তবে দাম আরও বেড়ে গেলে সরকার শুল্ক হ্রাসের দিকেও যেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।