মাদক সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব
৫ দিন আগে রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত
আসামীর নাম রেজাউল মিয়া (৫০)।
তার
কাছ থেকে ৫৩৫টি ইয়াবা উদ্ধার করা হয়।
রেজাউল মিয়া উপজেলার দক্ষিণ পাটোয়া এলাকার মালেনিপাড়ার মৃত আফসার আলীর ছেলে।
আজ বেলা ১২টায় র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক ব্যবসায়ী রেজাউল দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। আসামিকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।