বরুড়ায় আন্তঃস্কুল ও আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
২০ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
দেশব্যাপী উদযাপিত হচ্ছে তারুণ্যের উৎসব-২০২৫। "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে আন্তঃস্কুল ও আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা।
বুধবার (১৫জানুয়ারি) বরুড়ার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এ প্রতিযোগিতা শুরু হয়।
উক্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বরুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।পরবর্তিতে চ্যাম্পিয়ন দল অংশগ্রহন করবে জেলা পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জনাব নু এমং মারমা মং,অনুষ্ঠানে মডারেটর ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নূর মোহাম্মদ শামীম, উপজেলা মৎস্য অফিসার সুরাইয়া জামান ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নাজমুল হাসানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পরে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ প্রতিযোগিদের পুরুষ্কার প্রদান করা হয় এবং চ্যাম্পিয়ন দলকে বিজয়ী ক্রেস্ট প্রদান করা হয়।