কুড়িগ্রামের ব্রহ্মপুত্রের চরের শিশুদের শিক্ষা উপকরণ দিলো বাফলা
২২ দিন আগে শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
কুড়িগ্রামের ব্রহ্মপুত্রের চরাঞ্চলের শিশুদের শিক্ষার মান উন্নয়নে বিশেষ উদ্যেগ নিয়েছে আমেরিকা প্রবাসীদের সংগঠন ‘বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ লসএ্যাঞ্জলস’ বাফলা। এরই অংশ হিসেবে রোববার ব্রহ্মপুত্রের দুর্গম চরাঞ্চলে প্রতিষ্ঠিত ‘চর ভগবতীপুর উচ বিদ্যালয়’-এর শিক্ষার্থীদের স্কুল ব্যাগ, খাতা, কলমসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার মুসফিকুল আলম হানিফ, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক শ্যামল ভৌমিক, কুড়িগ্রাম উন্নয়ন ফোরামের আহ্বায়ক আতাউর রহমান বিপ্লব, টেলিভিশনে সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ইউসুফ আলমগীর, বাফলা প্রতিনিধি শফিকুল হক পারু।
আয়োজকরা জানান, নদী বিছিন্ন চরাঞ্চলের শিশুদের শিক্ষার মানউন্নয়নে সরকারের নেয়া উদ্দোগের পাশাপাশি নানা কর্মসূচি গ্রহণ করবে বাফলা।