ঢাকায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার
২ দিন আগে মঙ্গলবার, জানুয়ারী ১৩, ২০২৬
ঢাকা
পল্টনের বঙ্গবন্ধু স্টেডিয়ামের ৩নং গেটের দক্ষিণ পাশ থেকে অজ্ঞাতপরিচয় (৫০) এক বৃদ্ধের মরদেহ
উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার(১১ জানুয়ারি) সকাল দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পল্টন
থানার উপ-পরিদর্শক (এসআই)
মো. বাবুল মিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, আমরা খবর পেয়ে পল্টনের বঙ্গবন্ধু স্টেডিয়ামের ৩নং গেটের দক্ষিণ পাশের রাস্তা থেকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসি।
তিনি
আরও জানান, নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। এলাকার লোকজনের মুখে জানতে পারি নিহত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিল। ধারণা করছি অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।