ভারতের প্রমোদতরী গঙ্গা বিলাস এখন কাউখালীতে
৬ দিন আগে রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
ভারতের পর্যটকবাহী প্রমোদতরী গঙ্গা বিলাস ২০বিদেশি পর্যটক নিয়ে
পিরোজপুরের কাউখালীতে এসে পৌঁছেছে। মঙ্গলবার বিকেলে ৫টায় কাউখালী সন্ধ্যা নদী
নদীসংলগ্ন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটএ) এর লঞ্চ ঘাটে
নোঙর করে ‘গঙ্গা বিলাস’।
জানাগেছে, ঢাকা থেকে ভারতের বেনারস উদ্দেশ্যে ছেড়ে আসা ভারতের পর্যটকবাহী প্রমোদতরি গঙ্গা বিলাস এ ১৫জন সুইডিশ ও ৫জন জার্মানি নাগরিক রয়েছে। গত রবিবার ঢাকা থেকে ছেড়ে চাদঁপুর, বরিশাল হয়ে মঙ্গলবার বিকেলে তারা কাউখালী আসেন । পরে উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেন। মঙ্গলবার কাউখালীতে রাত্রী যাপন শেষে বুধবার তারা সুন্দরবনের উদ্দেশ্যে কাউখালী ছেড়ে যাবেন। পরে তারা মংলা বন্দর হয়ে ভারতের বেনারস যাবেন।
উল্লেখ্য, গত বছর ১১জানুয়ারী উত্তর প্রদেশের বারানসী’তে ভারতের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘এমভি গঙ্গা বিলাস’এর প্রমোদ ভ্রমনের আনুষ্ঠানিক
উদ্বোধন করেন। প্রায় ২শফুট দৈর্ঘ্য ও ৪০ ফুট প্রস্থ তিনতলা এ নৌযানটির ২৮টি
বিলাসবহুল কক্ষ রয়েছে।