মধ্যপ্রদেশে তরুণী মডেলের রহস্যজনক মৃত্যু, প্রেমিক পলাতক
২ ঘন্টা আগে মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫
ভারতের মধ্যপ্রদেশে ২১ বছর বয়সী উঠতি মডেল খুশবু আহিরওয়ারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। সোমবার ভোরে সিহোর জেলার ভৈনসাখেদি এলাকার একটি বেসরকারি হাসপাতালের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
প্রাথমিকভাবে হাসপাতাল সূত্র ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়, খুশবুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছিলেন তার প্রেমিক কাসিম, তবে কিছুক্ষণ পরই তিনি সেখান থেকে পালিয়ে যান।
হাসপাতালের চিকিৎসকদের দাবি, খুশবুকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। পরে ঘটনাটি পুলিশকে জানানো হয়। পরিবারের অভিযোগের পর খুশবুর মরদেহ ভোপালের গান্ধী মেডিকেল কলেজে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত করা হচ্ছে।
হাসপাতালের বাইরে কান্নায় ভেঙে পড়েন খুশবুর মা লক্ষ্মী আহিরওয়ার। তিনি অভিযোগ করেন, “আমার মেয়েকে নির্দয়ভাবে হত্যা করা হয়েছে। তার শরীরে অসংখ্য আঘাতের দাগ ছিল, মুখ ফুলে গিয়েছিল। ওকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে।”
মুখ্যমন্ত্রী ড. মোহন যাদবের কাছে দ্রুত তদন্ত ও বিচার দাবি জানিয়েছেন খুশবুর বোন। তার ভাষায়, “আমার বোনকে হত্যা করা হয়েছে, তার শরীরে নির্যাতনের স্পষ্ট চিহ্ন রয়েছে। মুখ্যমন্ত্রী যেন দ্রুত ব্যবস্থা নেন, আমরা ন্যায়বিচার চাই।”
পরিবার জানায়, খুশবু প্রায় তিন বছর ধরে ভোপালে বসবাস করছিলেন। তিনি ২৭ বছর বয়সী কাসিম নামের এক যুবকের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন। ওই কাসিমই তাকে হাসপাতালে রেখে পালিয়ে যান বলে অভিযোগ।
পুলিশ সূত্রে জানা গেছে, উজ্জয়িনী থেকে ভোপাল ফেরার পথে খুশবুর শারীরিক অবস্থা খারাপ হয়। তখন কাসিম তাকে হাসপাতালে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করা হয়। এরপরই তিনি সেখান থেকে উধাও হয়ে যান। পুলিশ জানিয়েছে, কাসিমকে আটক করতে অভিযান চলছে।
তদন্ত কর্মকর্তারা বলেন, “খুশবুর শরীরে পাওয়া আঘাতের চিহ্নগুলো মারধর ও সম্ভাব্য যৌন নির্যাতনের ইঙ্গিত দেয়। ময়নাতদন্তের রিপোর্টের পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। সব দিক থেকেই তদন্ত চলছে।”
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডায়মন্ডগার্ল৩০’ নামে পরিচিত খুশবু ছিলেন স্থানীয়ভাবে জনপ্রিয় এক তরুণ মডেল। বিভিন্ন ফটোশুট, ব্র্যান্ড প্রমোশন এবং অনলাইন কোলাবোরেশনের মাধ্যমে তিনি পরিচিতি পেয়েছিলেন। বিএ প্রথম বর্ষে পড়া ছেড়ে দিয়ে তিনি ভোপালে পার্টটাইম কাজের পাশাপাশি মডেলিং পেশায় নিজের জায়গা তৈরির চেষ্টা করছিলেন।