মাদকবিরোধী অভিযানে ৩৫ জনকে গ্রেপ্তার
৯ দিন আগে শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (১৬ মার্চ) ভোর ৬টা থেকে রোববার (১৭ মার্চ) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৩৭৫ ইয়াবা, ১৯১ গ্রাম হেরোইন ও ১১ কেজি ২৯২ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি ।
তাদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২১টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।