মীরসরাই অন্ধকারে, মোমবাতিও নেই

Bortoman Protidin

১ দিন আগে শুক্রবার, জানুয়ারী ১৭, ২০২৫


#

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সারাদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে দেখা গেছে মীরসরাই উপজেলার সর্বত্র। বিকেল থেকে শুরু হয় তীব্র বাতাস। গেলো কয়েক বছরে বাতাসের এমন প্রবল গতির দেখা মেলেনি এই অঞ্চলে।

দুপুর থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন জনপদে পরিণত হয় মীরসরাই। ফলে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই পুরো উপজেলা অন্ধকারে নিমজ্জিত হয়। এতে একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে মোমের আলো। অনেক স্থানে পাওয়া যায়নি মোমবাতিও।

মীরসরাই সদরেও মোমের সংকট দেখা দিয়েছে বলে ভুক্তভোগীরা জানান। দমকা ঝড়ো বাতাসে উপজেলার ১৬ ইউনিয়ন দুই পৌর এলাকায় ব্যাপক গাছপালা ভেঙে পড়েছে। অনেক জায়গায় বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে।

শুক্রবার রাতে উপজেলা সদরের ইসলামিয়া জেনারেল স্টোরে মোমবাতি কিনতে আসেন কিছমত জাফরাবাদের বাসিন্দা আজিজ আজহার। তিনি বলেন, ‘আশেপাশে কয়েকটি দোকানে মোমবাতি কিনতে গিয়ে পাইনি। সবশেষে এই দোকানে এসে পেয়েছি। তাও দোকানদার দুইটার বেশি বিক্রি করছেন না।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied