বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল; ৪২ যাত্রীকে কোস্টগার্ড উদ্ধার
২ ঘন্টা আগে বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫
বঙ্গোপসাগরের দুবলার চরে অনুষ্ঠিত ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উৎসব শেষে বাড়ি ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসমান ৪২ যাত্রীকে কোস্টগার্ড উদ্ধার করেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, বুধবার সকালে দু’টি ইঞ্জিনচালিত বোট যাত্রীসহ পশুর নদীতে যাত্রা শুরু করে। কিন্তু নদীর হারবারিয়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় পৌঁছালে বোট দুটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে মুঠোফোনের মাধ্যমে খবর পেয়ে কোস্টগার্ডের দল ঘটনাস্থলে পৌঁছে বৃহস্পতিবার বিকেলে সকল যাত্রী এবং বোট দুটো উদ্ধার করে।
উদ্ধারকৃত যাত্রীরা খুলনার বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা। কোস্টগার্ড তাদের নিরাপদে জয়মনিরঘোল ঠোডা জেটিতে পৌঁছে দিয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানিয়েছেন, উদ্ধার অভিযানের সময় কোনো ধরনের আতঙ্ক বা চোটপাটের ঘটনা ঘটেনি এবং সকল যাত্রী নিরাপদে তাদের পরিবারের কাছে ফিরেছেন।