২৪ ঘন্টার মধ্যেই গরু চোরকে গ্রেফতার করেছে পুলিশ
৪ দিন আগে শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
চুরি
হওয়া ফ্রিজিয়ান ষাড় গরু মামলা হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই গরুসহ গরু চোরকে গ্রেফতার করেছে
পুলিশ।
কোতয়ালী মডেল থানাধীন ৩নং দূর্গাপুর দক্ষিণ
ইউপিস্থিত দৌলতপুর রেল গেইট সাকিনস্থ ভূইয়া বাড়ীর রেহান খাঁন এর গোয়ালঘর থেকে অজ্ঞাতনামা
চোর বা চোরেরা ১টি ফ্রিজিয়ান জাতের ষাড় গরু চুরি করে নিয়ে যায়, যার মূল্য আনুমানিক
১,৫০,০০০টাকা।
কুমিল্লার
পুলিশ সুপার এর দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এর তত্ত্বাবধানে
কোতয়ালী মডেল থানাধীন, কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ও বিভিন্ন
উৎস হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গরু চোর মো: সোহাগ (চোরা সোহাগ)কে গ্রেফতার করা হয়
এবং তার দেখানো মতে ৬নং জগন্নাথপুর ইউপিধীন বাটকেশ্বর সাকিনস্থ শিপন(৩২) এর বসত ঘরের সামনে তার মালিকানাধীন গরুর গোয়াল থেকে
গরু উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত
আসামী হলো, মো: সোহাগ (চোরা সোহাগ), পিতা-মৃত মাঈনুদ্দিন, সাং- দৌলতপুর রেল গেইট, থানা-কোতয়ালী
মডেল, জেলা-কুমিল্লা।
জানা
যায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বে ডাকাতি প্রস্তুতি, মারামারি ও মাদক মামলা
সহ মোট ৪ টি মামলা আছে।