রমজানে বিমার অফিস সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা
৯ দিন আগে শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
আসন্ন রমজান মাসে বিমা খাতের অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। স্বাভাবিক সময় বিমা কোম্পানির অফিস চলে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। অর্থাৎ এই সূচির পবির্তন হবে আগামী ১ রমজান থেকে।
রোববার (১৯ মার্চ) বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে। আইডিআরএর পরিচালক (প্রশাসন) সুবীর চৌধুরী স্বাক্ষারিত চিঠি দেশের বিমা কোম্পানির প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়।
নির্দেশনায় বলা হয়, রমজান মাসে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সঙ্গতি রেখে বিমা কোম্পানির অফিস সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
এসময়ের মধ্যে যোহরের নামাজের বিরতি থাকবে ১৫ মিনিট (দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত)। এ সংক্রান্ত চিঠি সব জীবন এবং সাধারণ বিমা কোম্পানির সিইও ও চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।
এতে আরও বলা হয়, পবিত্র রমজান মাস শেষ হওয়ার পর অফিসের সময়সূচি আগের অবস্থায় ফিরে যাবে।
এর আগে এক বিজ্ঞপ্তিতে ১৬ মার্চ জানানো হয়, রোজায় ব্যাংক লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। তবে আনুষঙ্গিক কাজ পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত।