কচুয়ার সাচার বাজারে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ
২১ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
মোঃ মাসুদ রানা, কচুয়া:
কচুয়া উপজেলার সাচার বাজারে সরকারি রাস্তার উপর দীর্ঘদিন ধরে রাজনৈতিক ছত্রছায়ায় অবৈধ ভাবে গড়েউঠা প্রায় ফলফলাদীসহ শতাধিত বিভিন্ন দোকান ও ভ্রাম্যমান স্থাপনা স্থায়ী ভাবে উচ্ছেদ করা হয়েছে। প্রশাসনেরউর্ধ্বতন কর্মকর্তাদের নির্র্দেশে কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বাপ্পী দত্ত রনি'র নেতৃত্বে সোমবার বিকেলে সাহসি এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অংশ গ্রহণ করেন সাচার ইউনিয়নের প্রশাসক ও কচুয়া উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মো: জহিরুল ইসলাম, সেনাবাহিনি’র সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো: এমদাদুল হক, সাচার পুলিশ ফাঁড়ি ইনচার্জ (এসআই) মো: শাহজাহান, কচুয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক অধ্যাপক মো: এমদাদ উল্যাহ।
এদিকে সাচার বাজারে সরকারি রাস্তার উপর দীর্ঘদিন ধরে রাজনৈতিক ছত্রছায়ায় অবৈধ ভাবে গড়েউঠা প্রায় ফলফলাদীসহ শতাধিত বিভিন্ন দোকান ও ভ্রাম্যমান স্থাপনা স্থায়ী ভাবে উচ্ছেদ করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।