কচুয়ায় সফিবাদ জামেয়া আহমাদিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ
২১ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
মো: মাসুদ রানা, কচুয়া:
চাঁদপুরের কচুয়া উপজেলার সফিবাদ দরবার শরীফের আওতাধীন জামেয়া আহমাদিয়া সফিবাদ মাদরাসা ও দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।
নতুন বছরের শুরুতে বই পেয়ে খুশি কোমলমতি শিক্ষার্থীরা। সোমবার সকালে মাদ্রাসা মিলনায়তনে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে এসব বই বিতরণ করেন সফিবাদ দরবার শরীফের পরিচালক মুফতি সোলায়মান বিন কাসেম।
এদিকে সফিবাদ দরবার শরীফের সেবামূলক প্রতিষ্ঠান সিরাজাম মুনিরা ফাউন্ডেশন ও একদল তরুন দক্ষ শিক্ষকদের সঠিক পাঠদানের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীরা সুশিক্ষা অর্জনে পড়াশুনা করে যাচ্ছে।
এসময় সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল গনি মাষ্টার সহ মাদ্রাসার শিক্ষক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর থেকে দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষাও প্রদান করা হয়। মাদ্রাসার সফলতা ও শিক্ষার মান অগ্রগতি কামনায় সকলের সার্বিক সহযোগিতা চেয়েছেন পরিচালক মুফতি সোলায়মান বিন কাসেম। তাছাড়া বছরের শুরুতে মাদ্রাসায় বিনামূল্যে বই পেয়ে খুশি কোমলমতি শিক্ষার্থী।