কচুয়ার হরিপুর দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা উদ্বোধন

Bortoman Protidin

১৮ দিন আগে শনিবার, মার্চ ১৫, ২০২৫


#

মো: মাসুদ রানা, কচুয়া:

কুরআন হাদীসের আলোকে দ্বীনি শিক্ষার আলো ছড়াতে ২০১৯ সালে প্রতিষ্ঠা করা হয় কচুয়া উপজেলার হরিপুর দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোডিং। প্রতিষ্ঠার পর থেকে এলাকায় দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় আলো ছড়াচ্ছে। তাই মাদ্রাসাটি নতুন আঙ্গিকে দ্বিতল ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে উপজেলার হরিপুর গ্রামে অবস্থিত দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা আবুল কাশেম তুহিনের সার্বিক আয়োজনে এ মাদ্রাসাটি উদ্বোধন করা হয়। এতে ফিতা কেটে মাদ্রাসার শুভ উদ্বোধন করেন  বানিয়াপাড়া দরবার শরীফের পীর মো. আবু বকর ছিদ্দিক আল কাশেমী। গ্রামীন পর্যায়ে নান্দনিক সৌন্দর্য মন্ডিত দ্বিতীয় তলা মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবুল কাশেম তুহিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জজ কোর্টের সহকারী এ্যাটানী জেনারেল এডভোকেট আবুল ফজল পলাশ, বিশিষ্ট ব্যবসায়ী মো. মোশারফ হোসেন,বিতারা ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদ ভূঁইয়া, সমাজসেবক মোস্তফা কামাল,মোখলেছুর রহমান,মাদ্রাসার পরিচালক শাহজাহান মুকুল,আবুল কালাম তুষার ও মাদ্রাসার  মুহতামিম  হাফেজ মাওলানা মো. ইব্রাহিম সহ আরো অনেকে।

এসময় মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবুল কাশেম তুহিন বলেন, কুরআন হাদীসের আলোকে দ্বীনি শিক্ষার মাধ্যমে হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানাটি যাতে আপনাদের সকলের সহযোগীতায় যাতে সুন্দরভাবে পরিচালনা করতে পারি। এই মাদ্রাসা ও এতিমখানা শুধু আমাদের নয় সকলের। তাই এটার ভালো মন্দ দেখার দায়িত্ব সবার।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied