১৭ বছর পর কারামুক্ত লুৎফুজ্জামান বাবর

Bortoman Protidin

১৩ ঘন্টা আগে মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫


#

সব মামলায় খালাস পাওয়ায় ১৭ বছর পর মুক্তি পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

মঙ্গলবার আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর। 

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ রায়ের মাধ্যমে বাবর তার বিরুদ্ধে করা সব মামলা থেকে খালাস পান। ফলে লুৎফুজ্জামান বাবরের কারামুক্তিতে আর কোনো বাধা ছিল না।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied