দেশের ৮টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ

Bortoman Protidin

৯ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫


#

দেশের ৮টি জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, অব্যাহত থাকতে পারে এই শৈত্যপ্রবাহ। রোববার (২৬ জানুয়ারি) আবহাওয়া অফিস এমন পূর্বাভাস দিয়েছে।

সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানায়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থার করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে জানানো হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এদিকে রাজশাহী, চুয়াডাঙ্গা, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড় ও মৌলভীবাজার জেলাগুলোর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। দেশের দক্ষিণাঞ্চলের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে সামান্য হ্রাস পেতে পারে দিনের তাপমাত্রা।

সোমবার সকাল থেকে মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে জানানো হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাত ও দিনের তাপমাত্রা।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied