কচুয়ায় আল বারাকা আইডিয়াল একাডেমীতে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

Bortoman Protidin

৫ দিন আগে মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫


#

মো: মাসুদ রানা, কচুয়া:

চাঁদপুরের কচুয়া উপজেলার বাঁচাইয়া গ্রামে অবস্থিত আল বারাকা আইয়িাল একাডেমীতে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকালে একাডেমী মাঠে স্থানীয় অভিভাবক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে এ সভা করা হয়। কুরআন তেলওয়োতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আল বারাকা আইয়িাল একাডেমীর প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আবুল বারাকাত বাবুল।

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মোহাম্মদ আলী মাষ্টারের সভাপতিত্বে ও একাডেমীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল আজিজের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মৎস্য অধিদপ্তরের সাবেক পরিচালক ড. মো: আবুল হাসানাত।

এসময় বক্তারা বলেন, দ্বীন ও আধুনিক শিক্ষা গ্রহনের লক্ষে এ একাডেমী প্রতিষ্ঠা করা হয়েছে। পাশাপাশি একঝাঁক তরুন মেধাবী শিক্ষকদের দিয়ে পাঠদান  ও নৈতিক মানোন্নয়নে বিশেষ কার্যক্রম গ্রহন করা হয়েছে। এজন্য সকলের সার্বিক বুদ্ধি পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন একাডেমীর কর্তৃপক্ষ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মেঘদাইর ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা কামাল,নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মিজানুর রহমান,প্রভাষক আব্দুর রহিম,একাডেমীর পরিচালক সহকারী অধ্যাপক আবু জাফর সহ আরো অনেকে। 

অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সেলিম মিয়া। এসময় স্থানীয় অভিভাবক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied