চলন্ত ট্রেনের বগি থেকে পড়ে স্টেশন মাস্টার গুরুতর আহত

Bortoman Protidin

১৫ দিন আগে শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫


#

কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন লাকসাম স্টেশনের স্টেশন মাস্টার ইকবাল হোসেন। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের কালুরঘাট সেতুতে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ইকবাল হোসেন সকালে পর্যটক এক্সপ্রেসে চড়ে কক্সবাজার যাচ্ছিলেন। দুপুরের দিকে ট্রেনটি যখন শতবর্ষী কালুরঘাট সেতু অতিক্রম করছিল, তখন গার্ড-ব্রেক বগি থেকে তিনি দুর্ঘটনাবশত নিচে পড়ে যান। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। 

চট্টগ্রামের জানালি হাট স্টেশনের স্টেশন মাস্টার মো. নেজাম উদ্দিন বলেন, ‘কালুরঘাট সেতুতে ট্রেনের গতি সাধারণত ঘণ্টায় ১০ কিলোমিটারের বেশি থাকে না। তারপরও কোনোভাবে ভারসাম্য হারিয়ে ইকবাল হোসেন পড়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

পর্যটক এক্সপ্রেস সকাল সোয়া ছয়টায় ঢাকা থেকে ছেড়ে আসে এবং চট্টগ্রাম স্টেশনে বিরতি দিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়। দুর্ঘটনার সময় ট্রেনটি চট্টগ্রাম থেকে ছাড়ার কিছুক্ষণ পর কালুরঘাট সেতুতে পৌঁছায়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied