বন্দুকধারীর গুলিতে পশ্চিম জেরুজালেমে তিন ইসরায়েলি নিহত
২১ দিন আগে শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
জেরুজালেমের উপকণ্ঠে একটি বাসস্টপে দুই বন্দুকধারীর গুলিতে তিন ইসরায়েলি নিহত হয়েছেন। ইসরায়েলি পুলিশ বলছে, এই ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
পশ্চিম জেরুজালেমের পুলিশ সূত্রে জানায়, বন্দুকধারীরা একটি এম১৬ রাইফেল এবং একটি পিস্তল নিয়ে বাসস্টেশনে বেসামরিক লোকদের ভীড়ের দিকে গুলি চালায়। এসময় নিরাপত্তা বাহিনীর দুই জন সদস্য এবং একজন অস্ত্রধারী বেসামরিক নাগরিক হামলাকারীদের পাল্টা গুলি করে হত্যা করে।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে জানা যায়, হামলাকারীরা দুই ভাই মুরাদ এবং ইব্রাহিম। তাদের বয়স যথাক্রমে ৩৮ এবং ৩০ বছর। তারা পূর্ব জেরুজালেমের সুর বাহেরের বাসিন্দা বলে জানা গেছে। তাদের গাড়ির ভেতর থেকে গোলাবারুদ ও অস্ত্র পাওয়া গেছে।
ইসরায়েলি টিভি চ্যানেল টুয়েলভে প্রচারিত নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায় বাসস্টপের পাশে একটি সাদা গাড়ি থেকে দু'জন লোক বেরিয়ে আসে এবং বন্দুক তাক করে ভীড়ের দিকে দৌড়ে গিয়ে গুলি করে।