২১ বছর পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে জয় পেল ওয়েস্ট ইন্ডিজ
২৮ দিন আগে শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
ব্রিসবেনের দিন-রাতের টেস্টে হেরে গেল অস্ট্রেলিয়া। টান টান ম্যাচে ওয়েস্ট জিতল ৮ রানে। স্টিভ স্মিথ ছাড়া কেউ লড়াই করতে পারলেন না। তিনি অপরাজিত থাকলেন ৯১ রানে। ২১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আয়োজকদের ইনিংস শেষ হল ২০৭ রানে। ৬৮ রানে ৭ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের জয়ের নায়ক শামার জোসেফ। প্রিয় দলের জয় দেখে কেঁদে ফেললেন ধারাভাষ্যকার ব্রায়ান লারা। ২ টেস্টের সিরিজ় ১-১ ফলে ড্র হল।
দীর্ঘ ২১ বছর পর টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেল ওয়েস্ট ইন্ডিজ়। ঘরের মাঠে সিরিজ় জেতা হল না বিশ্বচ্যাম্পিয়নদের। ক্রেগ ব্রেথওয়েটদের বিরুদ্ধে আগ্রাসী ক্রিকেটই ছিল কামিন্সদের কৌশল। প্রথম ইনিংসে ২২ রানে পিছিয়ে থাকা অবস্থায় ডিক্লেয়ার করে দিয়েছিলেন অসি অধিনায়ক। সেই ‘বাজ়বল’ ক্রিকেটের খেসারত দিয়ে ম্যাচ হারতে হল তাঁদের। ব্রিসবেনের ২২ গজে অস্ট্রেলিয়াকে হারানো কঠিন বলেই মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞেরা। সেই মাঠেই রুদ্ধশ্বাস জয়কে ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেটের গত কয়েক বছরের সেরা সাফল্য হিসাবে বর্ণনা করা হচ্ছে।