ইন্ডিয়ান ‘স্পাইডারম্যান’ ক্রিকেটার শুভমান গিল!

Bartoman Protidin

১ দিন আগে শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪


#

তবে কি ক্রিকেট ছেড়ে অভিনয়ে নাম লেখাতে যাচ্ছেন ভারতীয় তারকা ব্যাটার শুভমান গিল! তাও আবার হলিউডের বিখ্যাত সুপারহিরো স্পাইডারম্যানের চরিত্রে। না, তেমনটা না ঘটলেও একটু ভিন্নভাবে যুক্ত হচ্ছেন অভিনয়ে। সেটা কণ্ঠ দেওয়ার মাধ্যমে।

‘স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স’-এর হিন্দি এবং পাঞ্জাবি সংস্করণে কণ্ঠ দিচ্ছেন এই তরুণ ক্রিকেটার। ১০টি ভাষায় আগামী ২ জুন ছবিটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।

ভারতীয় চলচ্চিত্র সমালোচক ও বিশ্লেষক তরণ আদর্শ সম্প্রতি টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন। লিখেছেন, ‘ক্রিকেটার শুভমান গিল ভারতে স্পাইডারম্যানের (পবিত্র প্রভাকর) জন্য কণ্ঠদান করছেন। তরুণ এই ক্রিকেটার হিন্দি এবং পাঞ্জাবি ভার্সনের জন্য ডাব করছেন।’

বাইশ গজে নিজের ক্যারিশমার জন্য একাধিকবার শিরোনামে উঠে এসেছেন তিনি। সেই সঙ্গে নিজের রঙিন প্রেম জীবনের কারণেও প্রচারের আলোয় শুভমান। এমনিতেই সারাময় শুভমনের জীবন। কখনো ক্রিকেটার শচিন টেন্ডুলকারের কন্যা, কখনো আবার বলিউডের নবাব-কন্যার সঙ্গেও নাম জড়িয়েছে তার। যদিও এসব নিয়ে একেবারেই মুখ খোলেন না তরুণ ক্রিকেটার।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied