ঢাকায় বিভিন্ন মাদকসহ গ্রেফতার ২২
১৭ দিন আগে রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায়
মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)
বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ২১৮৫ পিস ইয়াবা, ৭২ গ্রাম ৩০৯ পুরিয়া হেরোইন, ১ লিটার বিদেশি মদ, ৫০ বোতল ফেন্সিডিল, ১৫৪ কেজি গাঁজা এবং ৩০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
সোমবার(৪ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে মঙ্গলবার(৫ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯টি মামলা হয়েছে।