বিপুল পরিমাণ পেট্রোলবোমা ও হাতবোমাসহ গ্রেপ্তার ৩ যুবক
১২ ঘন্টা আগে বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে বিপুল পরিমাণ হাতবোমা, ককটেল ও ককটেল তৈরির সরঞ্জামসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার (১২ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের এক প্রবাসীর ফাঁকা বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে আটক করা হয়।
আটকরা হলো— টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ গ্রামের মৃত্যু আলতাফ মিয়ার ছেলে রাজ ইসলাম (২২), চাঁদপুরের মতলব উপজেলার পাঠান বাজার গ্রামের নুর মোহাম্মদ স্বপনের ছেলে রাকিব হোসেন (২৫) ও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধর্মপাশা গ্রামের জালাল মিয়ার ছেলে জুয়েল রানা (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ লকডাউন কর্মসূচিকে ঘিরে নাশকতার বিভিন্ন প্রকারের অবৈধ ককটেল, বোতল বোমা ও বিস্ফোরক দ্রব্যসহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, নাশকতার জন্য এই তিন যুবক বোমা তৈরি করছিল। আমরা বিপুল পরিমাণ বিভিন্ন প্রকারের বোমাসহ তিনজনকে আটক করতে সক্ষম হয়েছি।